স্যাটেলাইটে ইউক্রেনে ইন্টারনেট সচল রাখছেন মাস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:৫৮  
সেনা অভিযানের শুরু থেকেই সাইবার হামলার পাশাপাশি ইউক্রেনের একাধিক এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আর তারপরেই স্যাটালেইটের মাধ্যমে পরিষেবা সচল রাখার প্রতিশ্রুতি দিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ালেন স্টারলিংক প্রধান ইলন মাস্ক। ইউক্রেনকে সাইবার দুনিয়ায় সাহায্য করার কথা জানিয়ে করা টুইটে বলা হয়েছে, ইউক্রেনে স্যাটেলাইট পরিষেবা সচল রাখার জন্য সবরকম চেষ্টা করবে স্টারলিংক। এবং তার জন্য যাবতীয় পদক্ষেপ এরই মধ্যে নেওয়া শুরু হয়েছে। নিজের করা টুইটে মাস্ক লিখেছেন, "ইউক্রেনে স্টারলিংক পরিষেবা চালু করা হয়েছে। অনেক টার্মিনালস এনরুট করা হচ্ছে।" যদিও নিজে থেকে এই টুইট করেননি ইলন মাস্ক। মূলত ২৬ ফেব্রুয়ারি ইউক্রেন সরকারের তরফে সরাসরি ইলন মাস্ককে ট্যাগ করে একটি টুইট করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, ইউক্রেনবাসীদের জন্য স্টারলিঙ্ক স্টেশন তৈরি করে ইন্টারনেট পরিষেবা চালু করা দরকার। ইউক্রেনে হামলার দিন থেকেই প্রযুক্তিগত দিক থেকে একের পর এক হামলা করে চলেছে রাশিয়া। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিভিন্ন মোবাইল টাওয়ার সহ বিভিন্ন সামগ্রী পুরোপুরি নষ্ট হয়েছে। এর ফলে ইউক্রেনের গ্রামীণ এলাকায় যে সব বাসিন্দারা রয়েছেন তাদের পক্ষে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এমনকি, ইউক্রেনের বিভিন্ন এলাকায় ফাইবার অপটিকস দিয়ে ইন্টারনেট পরিষেবা চালু না হওয়ায় সেই সেই সব এলাকাগুলির কোনও ছবি সামনে আসছে না। আর সেকারণে স্টারলিংক এর কাছে আবেদন করা হয় অতি দ্রুত স্যাটেলাইট চলমান রাখতে। এরপর ইউক্রেনে স্টারলিংক পরিষেবা অ্যাকটিভ করা হয়।